অনলাইনে কি প্রকৃতপক্ষে টাকা রোজগার সম্ভব?

 প্রায় সব ধরনের কাজ করেই অনলাইন থেকে টাকা আয় করা সম্ভব।

টাকা রোজকার
Image by Gerd Altmann from Pixabay 

আপনি ভালো ইংরেজি জানেন? লিখতে পারেন আর্টিকেল, রিচার্স পেপার, বই ইত্যাদি, করতে পারেন কপি রাইটিং এর কাজ।

আপনি ছবি আঁকেন ভালো? ডিজাইন রিসোর্স তৈরি করতে পারেন, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট বিক্রি করতে পারেন, টিউটরিয়াল বানিয়ে ও তা থেকে আয় করতে পারেন।

আপনার সারাদিন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চালাতে ভালো লাগে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হোন, অন্যের একাউন্ট চালিয়ে টাকা উপার্জন করুন।

সারাদিন ইন্টারনেট এ সাইট থেকে ওই সাইটে ঘুরতে ভালো লাগে, হয়ে যান রিভিওয়ার। অন্যের ওয়েব সাইটে কোথায় কি ভুল আছে বের করে দিন, এবং টাকা উপার্জন করুন।

সুন্দর সুন্দর কথা কাব্য বের হয় সারাক্ষণ মন থেকে? অনলাইনে প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট বানান, আর বিক্রি করুন। মগ, গেঞ্জি, সুয়েটার, পাজামা, বালিশের কভার সহ আর অনেক কিছু।

কিছুই পারেন না? ধেই ঢেই করে নাচতে পারেন? বা বেসুরো গলায় গাইতে? যেকোনো কিছু পারার জন্য আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।

বিশ্বাস হচ্ছেনা? "Funny Fiverr Gigs" লিখে গুগলে সার্চ করে দেখুন, মানুষ কি কি করে টাকা আয় করছে।

টাকা একবার আয় করা আর নিয়মিত নিজের খরচ চালানোর মত উপার্জন আলাদা।

অনলাইন থেকে নিয়মিত টাকা আয় করতে যেকোন একটি বিষয়ে আপনাকে অনেক দক্ষ হতে হবে, এবং অবশ্যই সেই কাজের চাহিদা থাকতে হবে বাজারে।

পাঁচ বছর থেকে পড়তে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত পড়ে, নিজের দেশে বসে একটা চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি পেতে এবং করতে কত পরিশ্রম হয়, নয়টা পাঁচটা অফিস করতে হয়।

আর অন্য দেশের অন্য ভাষাভাষী মানুষের কাজ করে দিয়ে একই পরিমাণ টাকা আয় করতে কেমন পরিশ্রম করতে হয় ভেবে দেখুন।

তাই এক কথায় আপনার প্রশ্নের উত্তর, আয় করা সম্ভব, কিন্তু নিয়মিত আয় করা কষ্টসাধ্য।

ধন্যবাদ।


Source- https://bn.quora.com/analaine-ki-prakrtapakse-taka-rojakara-sambhaba

Abu Kahar || Digital Marketer
Abu Kahar || Digital Marketer

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন