About us- আমাদের সম্পর্কে

আসসালামুআলাইকুম,

আমি আবু কাহার সিদ্দিক সোহেল, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যানসার ( Reference ABU KAHAR) মুক্ত এবং স্বাধীনতাকে ভালোবাসি তাই আমি এই পেশায় মনোনিবেশ করেছিলাম ২০১৫ সালের দিকে। আমার অভিঙ্গতা, কর্ম দক্ষতা, জীবন ইতিহাস সম্পর্কে আরোও বিস্তারিত জানার জন্য আমার ব্লগ ভিজিট করতে পারেন। 

Abu Kahar


এবার আসি মূল কথায়-

আমি দীর্ঘ ৫ বছরের অধিক সময়ে ফ্রিল্যানসিং পেশায় থাকাকালে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম সমাধানও করেছিলাম। যাইহোক অনেক চড়াই উৎড়াই পেরিয়ে আজ আমি সফল হয়েছি।  আমার সোসাল মিডিয়া ভিজিট করেই হোক বা কোন আত্নীয়স্বজন ই হোক অথবা আমার কোন বন্ধু ই যেকোন উপায়ে তারা ফ্রিল্যানসিং পেশায় মনোনিবেশ করতে অত্যন্ত আগ্রহী। তারা আমার কাছে এসে পরামর্শ নিয়ে থাকেন। আমি জানিনা আমি কতটুকু তাদেরকে বুঝাতে পারি বা তারা আমাকে কতটুকু বোঝে। 

অনেকেই আছেন যারা খুব দ্রুত ইনকাম করতে চান অথবা ফ্রিল্যানসিং সম্পর্কে ভালো ধারনা না থাকার কারণে অনেক বড়/বিশাল কিছু ভেবে ধোকায় পরেন। 


আর আমি হয়তো সময়ের অভাবে তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারিনা এটা আমার ব্যর্থতা।  আমার জানামতে কয়েকজন এসেছিল তারা কেউ সফল আবার কেউ সফল হতে পারেনি। হয়তো এটাও আমার ব্যর্থতা তবে একটা বিষয় পরিষ্কার তাদের সাথে আমার কোন আর্থিক লেনদেন হয়নি। যথাসাধ্য চেষ্টা করেছি ভালো কিছু শেখানোর জন্য। 


একটা বিষয়-

 ধরেন আমি একটি ফ্রিল্যানসিং ট্রেনিং সেন্টার দিলাম। সেখানে ফাইভার/আপওয়ার্ক/গুরু ইত্যাদি কোর্স থাকবে প্রতিটি কোর্সের মূল্য ৫০০০/- থেকে ১০০০০/- টাকা হবে। সেখানে ২০ জন ছাত্র/ছাত্রী থাকলে আমি একটা কোর্স সম্পন্ন করে ১,০০০০০/-  থেকে ২,০০০০০ /- টাকা অনায়াসে ইনকাম করতে পারি। কিন্তু ২০ ছাত্র/ছাত্রীর মধ্যে হয়তো ১৫-১৭ জন সফল হবে। আর বাকি ৩-৫ জন হতে পারবে না। তো তাদের টাকা ? হয়তো তারা অনেক গরিব ঘরের সন্তান হতে পারে। তারা কি অভিশাপ দিবে অথবা মনোক্ষুন্ন হবে? আর যদি ১ জনও এরকম হয় তবে এটা আমার কাছে খুবই খারাপ একটা বিষয় বলে বিবেচিত। হয়তো ভাবছেন ১৫-১৭ জন তো সফল হলো সেটা? এটা অবশ্যই ভালো। আমি জাস্ট ব্যাক্তি হিসেবে আমার মতামত। আপনারা অবশ্যই মতামত পেশ করবেন।


আমি এই চিন্তাধারা থেকে সবাইকে একসাথে  ফ্রি শেখানোর উদ্দেশ্যে এই ব্লগ/সাইটটি প্রতিষ্ঠা করেছি। 

নতুন ফ্রিল্যানসারদের সাহায্য, গাইড লাইন, টিপস, পরামর্শ, উপদেশ এর জন্য Knowledge Share School টি প্রতিষ্ঠিত। আপনি চাইলে এখানে আপনার অভিঙ্গতা শেয়ার করে সবার শেখার সুযোগ করে দিতে পারেন।  মূলত এই উদ্দেশ্যেই এই সাইটটি তৈরী করা। 

কোন মন্তব্য নেই: